What is Google Analysis | গুগল এনালাইট্রিক কি ? গুগল এনালাইট্রিস কিভাবে ব্লগারের সাথে যুক্ত করবেন ?

What is Google Analysis | গুগল এনালাইট্রিক কি ? গুগল এনালাইট্রিস কিভাবে ব্লগারের সাথে যুক্ত করবেন ?



 আজকের এই আর্টিকেলে আমরা শিখব কিভাবে আপনারা ব্লগার ওয়েবসাইট এর সাথে গুগল এনালিটিক্স যুক্ত করবেন। আপনারা যদি নতুন ব্লগার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে এই কাজটি করতে হবে এর ফলে আপনি জানতে পারবেন আপনাদের ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত ভিজিটরা আসছে তাদের লোকেশন, প্রতিদিন কত ট্রাফিক আসছে কত পেজ ভি হচ্ছে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই গুগল এনলাইটিসের মাধ্যমে।

 গুগল এনালাইটিস কি ?

 আপনার কাছে যদি একটু সাইট থাকে তবে অবশ্যই আপনাদের Google Analytics সম্পর্কে ধারণা থাকতে পারে। আর যদি এর সম্পর্কে আপনার কোন ধারণা না থেকে থাকে তাহলে বুঝবেন আপনার অনেক কিছুই এখনো অজানা রয়ে গিয়েছে। আপনারা যদি ব্লগার হয়ে থাকেন ব্লগিং রিলেটেড আর্টিকেল পড়তে চান অথবা ব্লগিং সিটে আয় করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটটিকে ফলো করতে পারেন আমরা আপনাদের যে সমস্ত অজানা বিষয়গুলি রয়েছে সেগুলিকে জানিয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

 যদি আপনি জানতে চান "Google Aanalytics" কি ? এবং কিভাবে আপনারা গুগল অ্যান্ড্রয়েড টিপস আপনাদের ওয়েবসাইট এর সাথে যুক্ত করবেন তাহলে এই আর্টিকেলটিকে আপনাকে মনোযোগ সহকারে পুরো পড়তে হবে। তাহলে আজকের পর থেকে আপনাদের এই বিষয়ে কোন প্রকার কোন রকম সন্দেহ থাকবে না।

Note: সাধারণত যারা Google Blogger নিজেদের ওয়েবসাইট তৈরি করেছে সেই নিয়েই আজকের আর্টিকেলের বিষয়বস্তু আলোচনা হবে।

What is Google Analytics : এটি হলো গুগলের একটি অনলাইন টুলস google নিজেই এই টুলসটিকে পরিচালনা করে। এই টুইস্টের মাধ্যমে আপনার ওয়েবসাইটে আসা ভিজিটরদের মনিটরিং আপনি নিজেই করতে পারবেন। ব্লগাররা যখন এই টুলসটিকে নিজের ওয়েবসাইটে সেটাপ করবে তখন তার ওয়েবসাইটে আসা ভিজিটরদের সমস্ত ডাটা আপনি এই টুলসির মাধ্যমে দেখতে পারবেন। এই টুইসটি আপনার ওয়েবসাইটের Growing Lavel কে অনেকটাই বাড়িয়ে দিতে সক্ষম হবে।

গুগল এনলাইটিক্স এর কাজ কি ? What is Work of Google Analytics ?

 আশা করি আমাদের দেওয়া ইনফরমেশন গুলি থেকে আপনারা বুঝতে পেরেছেন গুগল এনলেটিক্স আসলে কি, তবে এর বিভিন্ন ধরনের কাজ আছে নতুন ব্লগিং এর ক্ষেত্রে। নিচে সমস্ত কাজগুলি নিম্নলিখিত ভাবে বুঝিয়ে দেয়া হলো -

  •  ডিজিটালদের ডাটা কালেক্ট করা
  •  ভিজিটর্সরা কোন সোর্সের মাধ্যমে আপনার ওয়েবসাইট এসেছে সেগুলি আপনাকে চিহ্নিত করে দেওয়া।
  •  কোন ইভেন্টে কত ট্রাফিক আছে
  •  কোন দেশ থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক এসেছে
এই সমস্ত কাজগুলি Google Analystics নিজেই করে থাকে। তাই এটি আপনার ওয়েবসাইটে যুক্ত করা কতটা গুরুত্ব হতে পারে আপনারা হয়তো এখন কিছুটা ধারণা পেয়ে গিয়েছেন।

 গুগল এনালাইটিক্স কেন ব্যবহার করবেন ?

 আপনাদের মনে মধ্যে এই প্রশ্নটা আসতে পারে আমরা গুগলের এত টুলস থাকতে কেন এই Google Analytics টুলটি ব্যবহার করব। এইতো ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পাব, Google Search Console আমাদের সব রকম সুবিধাই দিয়ে থাকে ?

Google Analytics ব্যবহার করার কারণ ?

  • প্রথমত এই তুলটিকে আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আসলে এই টুলসটি যে সমস্ত পরিষেবার প্রদান করছে সেই সমস্ত পরিষেবা আপনাকে অন্য কোন কোম্পানির কাছ থেকে নিতে গেলে আপনাকে তাদের পেমেন্ট করতে হবে।
  • Google Analytics একটি গুগলের একটি নির্দিষ্ট প্রোডাক্ট তাই আপনি এটাকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনার ওয়েবসাইটের কোন প্রকার ক্ষতি কিন্তু করবেনা।
  •  সাধারণত যারা ব্লগিংয়ের সাথে যুক্ত রয়েছে তারা বুঝবে তাদের ওয়েবসাইটে ভিজিটরসদের ধরে রাখা কতটা গুরুত্বপূর্ণ আর আপনি যদি জানতে পারেন কোন সোর্স থেকে আপনার ওয়েবসাইটে বেশি ট্রাফিক এসেছে তাহলে আপনি সেই দিকে মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। দেখুন ভিসিটেন্স দের ওপরে আপনার ওয়েবসাইটের ইনকাম থাকে
  • Collect Data Autometiclly: আপনার ওয়েবসাইটের প্রতিটি ভিজিটর্সদের মুভমেন্টের ওপর নজরদারি করবে এই টুল, এটা সবথেকে একটা মজার বিষয় এই টুলটির। আর এই টুলটি অন্যান্য টুলের সাথে সহজেই মিশে যেতে পারে বা সেটা ইন্সটল করতে সাহায্য করে।
SEO Optimization: একটা ওয়েবসাইটকে টপ পজিশন বা রেংক এ নিয়ে যাওয়ার জন্য SEO ভূমিকা কি রয়েছে আপনারা সকলেই জানেন যদি আপনি আপনার ওয়েবসাইট কে সঠিকভাবে অপটিমাইজেশন না করেন তাহলে আপনার ওয়েবসাইট কখনো গুগল দ্বারা টপ পজিশানে পৌঁছাবেনা। আর google এনালাইটিস সেই ভূমিকা পালন করে। আর যদি এর সঙ্গে Google Search Console আপনারা যুক্ত রাখেন তাহলে সবকিছুই মনিটরিং করতে পারবেন।

Bouncing Rate: আপনার ওয়েবসাইটের বাউন্সিং রেট আপনি গুগল অ্যানিলিটিক্স এর মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ আপনি জানতে পারবেন আপনার ওয়েবসাইটে কত ভিজিটরস কোন আর্টিকেল কত সময় ধরে পড়েছে সেদিকে তাকালে আপনার বাউন্সিং রেট আপনি কমাতে পারবেন এই টুলসটির ব্যবহার করে। মনে করেন আপনি আপনার ওয়েবসাইটে প্রবেশ করেছেন এবং সেই আর্টিকেলটি কি আপনি কুড়ি মিনিট ধরে পড়েছেন সেই ইনফরমেশন টুকু আপনার কাছে পৌঁছাতে সাহায্য করবে এই টুলসটি।

Parfect Social Media Target: ধরুন আপনার ওয়েবসাইটে কোন সোশ্যাল মিডিয়ার দাঁড়ায় ট্রাফিক এসেছে সেই ট্রাফিকটি কতটুকু পরিমাণ এবং সেখানের ইউজাররা কতক্ষণ ধরে আপনার ওয়েবসাইটটি ফলো করেছে সমস্ত ইনফরমেশন আপনাকে প্রোভাইড করে দেবে এই টুলটি ব্যবহারে এককথায় বললে এই ত্রুটির গুরুত্ব অপরিসীম আপনারা ব্যবহার করে থাকেন তবেই বুঝতে পারবেন এই গুরুত্ব কতটা।

How to Set Google Analytics on Your Blog Site?

 আজকে আর্টিকেলের বিষয়বস্তু google এনালাইটিস কিভাবে আপনার ব্লক ওয়েবসাইটের সাথে যুক্ত করবেন।
Setup-1. প্রথমে আপনাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে সেখানে লিখবেন Google Analytics আর প্রথম যে লিংকটি আসবে সেই লিংকটি আপনাকে ক্লিক করতে হবে। তারপর সেখানে আপনার Gmail ID এবং Password দ্বারা Sign in করে নিতে হবে।

Step-2. এবার সেখানে আপনার Analytics Account তৈরি করে নিতে হবে। লগইন করার পরে আপনারা সবার নিচে তাকাবেন। সেখানে একটা সেটিং অপশন দেখতে পাবেন এবার সেখানে Admin অপশনটিকে দেখতে পাবেন ওখানে click করবেন।

Step-3. এখানে আপনারা Property Setup নামে একটা অপশন থাকবে সেখানে গিয়ে আপনার সমস্ত ফরম ফিলাপ সঠিকভাবে করতে হবে। এবার এখানে আরও একটি অপশন দেখতে পারবেন Reporting Time Zone নামে সেখানে গিয়ে আপনারা আপনাদের দেশের কারেন্ট টাইম সেট করে নেবেন। তারপর আপনার সামনে Show Advantage Option থাকবে ওখানে click করবেন তখন দেখবেন Create a Universal Analytics Property এই বাটনটিকে অন করবেন। তারপর সেখানে একটা খালি বক্স দেখবেন Website URL বসিয়ে দিতে হবে তারপর আপনি Next ক্লিক করবেন।

Step-4. এরপর আপনি এখানে About Your Business নামে একটি অপশন দেখতে পারবেন তারপর এখানে আপনারা Industry Catogory তে যে কোন একটি অপশন আপনাকে বেছে নিতে হবে। এরপর ক্রিয়েট লেখা একটি অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করে দেবেন।

Step-5. এখানে আপনাকে Google Analytics এর Term and Conditiins টিক করতে হবে।উপরের কাজ গুলা করার পর সব ঠিক থাকলে Global site tag (gtag.js) এই টাইপের অপশন দেখতে পারবেন। ঐখানে ক্লিক করলে আপনার গুগল এনালাইটিক কোড পেয়ে যাবেন।

 আপনি একটি কোড পাবেন সেই কোডটিকে Blogger ওয়েবসাইটের Themes সেকশনে যাবেন সেখানে <head> এর নিচে ওই কোডটিকে আপনাকে বসিয়ে দিতে হবে। এবার আপনার থিমটি কে সেভ করে দেবেন তারপর থেকে আপনার ওয়েবসাইটে যখনই কোন ভিজিটরস আসবে, আপনার গোল গোল এনালাইটিস আপনাকে দেখিয়ে দেবে। আশা করি বন্ধুরা আপনারা এখন গুগল অ্যানালাইটিকস কি এবং google অ্যানল্যাটিক ব্যবহার সমস্ত কিছু বিষয়বস্তু আমি আপনাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিতে পারলাম যদি আপনাদের এ বিষয়ে কোন জিজ্ঞাসা থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের চিকিৎসা করতে পারেন আমরা আপনার কমেন্টে রিপ্লাই দেবো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

GP Global