গ্রামের বিজনেস আইডিয়া | অল্প পয়সায় বিজনেস করার মত আইডিয়া জেনেনিন

গ্রামের বিজনেস আইডিয়া | অল্প পয়সায় বিজনেস করার মত আইডিয়া জেনেনিন



আজকের এই আর্টিকেল থেকে আমরা জেনে নেব আপনারা কিভাবে গ্রামে অল্প পুজিতে ব্যবসা করবার মতো বেশ কিছু আইডিয়া, যেখান থেকে আপনারা আপনাদের একটি নতুন বিজনেস খুলে বাড়িতে বসেই উপার্জন করতে পারবেন আপনাদের সংসার চালাবার মতো সেই সঙ্গে বেশ কিছু সকালে পূরণ করবার মতো অর্থ আপনি এখন গ্রামেগঞ্জেই এই ব্যবসা গুলো করে নিজেকে কর্মঠ করে তোলার মতো ব্যবস্থা।

 গ্রামে যে সমস্ত ব্যবসা গুলি আপনারা করতে পারবেন ?

তো বন্ধুরা আপনারা যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়তে হবে এই আর্টিকেলে আমরা আপনাকে বিজনেস আইডিয়া সম্পর্কে একটা ধারণা দেবো যেগুলি আপনাকে অল্প পুঁজিতেও দাড়করিয়ে করতে সাহায্য করবে।

  1.  চায়ের দোকান করতে পারেন
  2.  অনলাইনের দোকান করতে পারেন
  3.  জলের মেশিন বসাতে পারেন
  4.  মুদিখানা দোকান করতে পারেন
  5.  কেবিল ও ইন্টারনেটের ব্যবসা 
এবার এই সমস্ত ব্যবসাগুলি করতে আপনাকে যে সমস্ত ব্যবসার উপকরণ ও অর্থ সামগ্রীর প্রয়োজন পড়বে সেগুলি নিম্নে আলোচনা করা হলো।

চায়ের দোকান কিভাবে করবেন ?

চা আমাদের সকলেই প্রিয় একটি পানীয় ঘুম থেকে উঠে আমরা প্রথমে চা শ্রবণ করতে ভালোবাসি যা আমাদের সারাদিনে ক্লান্তি ভাবকে দূর ঘটাতে সাহায্য করে। এইচ আই এ আমাদের লিভারকে সতেজ রাখতে সাহায্য করে চা খেলে আমাদের কাজে মন যোগ আছে ও খিদে পারে এবং রাত্রের ঘুম পরিষ্কার হয়। তাই চায়ের জন্য সকলে আমরা অপেক্ষা করি কখনো না কখনো বাজারে ঘাটে পাড়ার মোড়ে আমরা সেই চায়ের দোকানে বসে চা খাই ও গল্প গুজব করি বন্ধুতা একত্রিত হয়ে।

চায়ের দোকান করতে যে সমস্ত উপকরণ লাগে : চায়ের দোকান বেশ কম পুজিতে একটি ভালো ব্যবসার আইডিয়া হয়ে থাকে আপনি যদি একটু জমজমাট এলাকায় এই ব্যবসা করার জন্য উদ্যোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ব্যবসায়ী লাভবান হবেন এতে বেশ কিছু অর্থ বিনিয়োগ করতে হয় না সামান্য পূঁজিতে এই ব্যবসাটি করা সম্ভব।
  •  প্রথমে আপনাকে আপনাদের গ্রামের মধ্যে একটা ভালো জমজমাট জায়গা দেখে নিতে হবে
  •  কিছু কাছের বয়াম ছয় সাতটা বয়াম হলেও চলবে বিস্কুট এবং কিছু বিড়ি সিগারেট চা পাতা আমুল দুধ এক টিকেটলি
  •  কাগজের বা মাটির ভারে চা দেবার মত পাত্র
  •  এবং আপনার দোকানে কাস্টমারদের জন্য একটা বেঞ্চ
এই সমস্ত উপকরণ গুলোই খুবই কম পয়সায় আপনারা জোগাড় করতে পারবেন আশা করি এই ব্যবসাটা যদি আপনারা করেন এতে লাভ ছাড়া লোকসান আপনাদের হবে না তাই আর চিন্তা না করেই আপনারা বানিয়ে ফেলুন আপনাদের গ্রামের ভেতর একটি চায়ের দোকান এই ব্যবসাটি আপনাকে রুজি রোজগার ও স্বনির্ভর হতে সাহায্য করবে।

অনলাইনের দোকান কিভাবে বানাবেন ?

বর্তমান ডিজিটাল যুগেই আমরা সবাই কিন্তু অনলাইনে সাথে যুক্ত হয়ে এসেছি অনলাইনের মাধ্যমে আমরা সমস্ত সরকারি পরিষেবা গুলির সুবিধা পাচ্ছি যেমন সরকারি আবাস যোজনা থেকে শুরু করে রেশন কার্ড আধার কার্ড, ব্যাংক থেকে টাকা তোলা টাকা ট্রান্সফার করা, প্যান কার্ড থেকে শুরু করে প্রভিটেড ফান্ডের টাকা আমরা সমস্ত কিছুই অনলাইন সাইবার ক্যাফে থেকে পরিষেবা গুলির সুযোগ সুবিধা পেয়ে থাকি।

অনলাইন দোকান খোলার উপকরণ : আপনারা যারা ভাবছেন অনলাইনের দোকান খুলবেন তাদের জন্য আমি আপনাদেরকে বলছি বেশ কিছু উপকরণের কথা যেগুলি থাকলে আপনারা অনলাইনের দোকান খুলে একটা নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন। একটু জমজমাট এলাকা দেখে এটা করলে পারে আপনি এতে লাভবান বেশি হবেন এবং এতে আপনার ব্যবসার উন্নতি সাধন করতে পারবেন।
  •  একটা জেরক্স মেশিন
  •  একটা ভালো মাপের কম্পিউটার
  •  একটা প্রিন্টার মেশিন
  •  একটা ল্যামিনেশন মেশিন
  • Biometric Divice
  •  ও ক্যামেরা থাকলে এই ব্যবসা আপনি করতে পারবেন
  •  যেকোনো ব্যাংকের CSP (SBI, Airtel, Paytem,)
এই সমস্ত উপকরণ গুলি আপনার সাথে যুক্ত থাকলে আপনারা সহজেই অনলাইনে একটি দোকান খুলে k শুরু করতে পারেন এতে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন ও জীবনে অল্প দিনে আপনি স্ট্যান্ড করতে পারবেন।

জলের ব্যবসা কিভাবে করবেন ?

বর্তমান সময়ে আমরা কিন্তু সকলেই কমবেশি পড়াশোনা করেছি ও শিক্ষার দ্বারা শিক্ষিত আছি এবং বাড়িতে কেউ না কেউ উচ্চশিক্ষায় শিক্ষিত আছে তো আমরা জানতে পেরেছি বর্তমানে যে পরিমাণে সলিউশন চলছে, জল দূষণ বায়ু দূষণ মৃত্তিকা দূষণ এই সমস্ত কারণে কিন্তু পুকুর নদী-নালা এবং নলকূপ গুলি যে পরিমাণে জল নির্গত করছে সেগুলি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ জল পাওয়ার জন্য আমরা অনেকেই কিন্তু কিনা জল ব্যবহার করি তাই এই জলের ব্যবসা যদি আপনি নিজেও খোলেন তাহলে আপনি এতে লাভবান হবেন।

এই ব্যবসা খুলতে আপনাকে যে সমস্ত উপকরণগুলির জোগাড় করতে হবে : আপনাকে প্রথমে আপনার নামে একটি Fasi লাইসেন্স তৈরি করতে হবে ওয়াটার সাপ্লিমেন্টাল কোম্পানি থেকে এই লাইসেন্স থাকলে আপনি এই ব্যবসাটি করতে পারবেন সেই সঙ্গে আপনাকে যে সমস্ত উপকরণ কিনতে হবে সেগুলি হল -
  •  20টি জলের যার
  •  জল ধরে রাখার জন্য বিশালাকার ড্রাম
  •  জল পরিষ্কার করার জন্য কিছু পাম্প মেশিন
  •  জল তুলে নেওয়ার জন্য বোরিং সিস্টেম পাম্প মেশিন বা মটর
তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা গ্রামেগঞ্জে জল বিতরণ জলের ব্যবসা খুলতে পারবেন অল্প পুঁজিতে এতে 4-450 লক্ষ টাকা আপনাকে এই ব্যবসায় লাগাতে হবে তবেই আপনি এই ব্যবসাটি যেখানেই করবেন আপনি লাভবান হবেন।

 মুদিখানা দোকান কিভাবে খুলবেন ?

আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনের যে সমস্ত খাদ্য সরঞ্জাম আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি সে সমস্ত সামগ্রী পণ্য আপনারা মুদিখানা দোকান থেকে ক্রয় করে খাদ্য সামগ্রী তৈরি করতে সক্ষম হয় তাই মুদিখানা দোকান আমাদের জীবনের এক সঙ্গী হয়ে উঠেছে। আপনি অল্প বুঝিতে এই ব্যবসাটা করতে পারবেন এই ব্যবসাটা খুলতে গেলে আপনাকে দেড় লক্ষ টাকা বিনিয়োগ করলে এই ব্যবসাটি করতে পারবেন।
মুদিখানা দোকানের উপকরণ : মুদিখানা দোকান খুলবার মত প্রথমেই আপনাকে গ্রামে-গঞ্জে এমন একটা জায়গা বেছে নিতে হবে যেখানে জনসমাহার চোখে পড়ে।

কেবিল ও ইন্টারনেটের বব্যবসা কিভাবে করবেন ?
বর্তমান পরিস্থিতিতে ইন্টারনেটে যুগে আমরা অনেকেই কম্পিউটার দ্বারা প্রশিক্ষিত হয়ে বাড়িতে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবস্থার জন্য কেবিল অপারেটরের সাথে যোগাযোগ করি ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশে থাকা বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের সাথে আমরা কথা বলি এমত পরিস্থিতিতে ইন্টারনেট আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতেই পারছেন আর আপনারা যদি এই ব্যবসা করেন তাহলে আপনাদের এই ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা ১০০% চান্স থাকবে।

এই ব্যবসা করার জন্য আপনার বেশ কিছু উপকরণের প্রয়োজন সেগুলি আপনারা আপনাদের লোকাল কেবল অপারেটর ও কেবিল ডিস্ট্রিবিউটারদের সাথে যোগাযোগ করে আপনারা এই ব্যবসার সাথে পার্টনার হিসেব নিতে পারবেন এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করে আপনি এই ব্যবসায়ী লাওবান হতে পারবেন।

Note: তো দর্শকেরা এই ছিল পাঁচটি বিজনেস আইডিয়া যেগুলি আপনি গ্রামে গঞ্জে বাড়িতে বসেও এই ব্যবসা করতে পারবেন লাভবান হতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন আপনি জীবনে স্বনির্ভর  হতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

GP Global