আরডুইনো কি ? আরডুইনো দিয়ে কি কি কাজ করা যায় ?

আরডুইনো কি ? আরডুইনো দিয়ে কি কি কাজ করা যায় ?

আরডুইনো হল মাইক্রোকন্ট্রোলার বেসিক ওপেন সোর্স প্লাটফর্ম কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে আরডুইনোকে বিভিন্ন রোবটিং যন্ত্রপাতির নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা হয় আপনারা যখন কোন ইলেকট্রনিক গেজেট বা রোবট বানাবেন সেক্ষেত্রে তার নিয়ন্ত্রণের কাজ করবে এই আরডুইনো। আরডুইনো সম্পর্কে ভালোভাবে বুঝতে গেলে প্রথমে জানতে হবে মাইক্রোকন্ট্রোলার আসলে কি ।

 

মাইক্রোকন্ট্রোলার কি ?

মাইট্রোকন্টারার কে এক কথায় আমরা সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার বলে থাকি অর্থাৎ একটা কম্পিউটারের যে বেসিক বৈশিষ্ট্য গুলি থাকে ঠিক তেমনই একটা মাইক্রোকন্ট্রোলারের একই বৈশিষ্ট্য রয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এটা কি করে সম্ভব ? দেখুন নিচে আমি একটি মাইক্রোকন্ট্রোলারের ছবি দিয়ে দিয়েছি -


একটি কম্পিউটারে যেমন ডেটা প্রসেসিং করার ক্ষমতা থাকে ও সিপিইউ থাকে ইনপুট আউটপুট সিস্টেম থাকে এই সব ধরনের বৈশিষ্ট্য মাইক্রোকন্ট্রোলার এর মধ্যে থাকে তাই এটিকে সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার ও বলা হয়ে থাকে।

মাইক্রোকন্ট্রোলার ও আরডিনার মধ্যে সম্পর্ক কি ?

আরডিইনো হচ্ছে মূলত মাইক্রোকন্ট্রোলারকে সহজে ব্যবহার করার জন্য যেমন কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে যদি কোন প্রোগ্রামিংকে ওই মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে আপলোড করা হয়ে থাকে তবে সেটাকে কার্যকরী করার জন্য বা পরিচালনা করার জন্য আরডিইনো ব্যবহার করা হয়ে থাকে। বার্নার সার্কিট এর ব্যবহার করে মাইক্রোকন্ট্রোলার মধ্যে প্রোগ্রাম আপলোড করতে হয় কম্পিউটারের মাধ্যমে। 

 

এআই এর দুনিয়াতে আরডিইনো সমস্ত রোবোটিক যন্ত্রপাতি পরিচালনা করতে সক্ষম হয় অর্থাৎ এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা পরিচালনা করা কমান্ড দেওয়া ইত্যাদি কাজগুলোকে সক্ষম করে তোলে যেমন আপনি দেখছেন একটি ইলেকট্রনিক্স টিভি ইলেকট্রনিক গাড়ি মোবাইল ইত্যাদি কিছু আপনি যদি পর্যালোচনা করেন তবে দেখতে পারবেন সমস্ত কিছু প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই বোনটির ব্যবহার করা হয়।

  1. ড্রোন তৈরি করা
  2. রিমোট কন্ট্রোল গাড়ি তৈরি করা
  3. গতি নিয়ন্ত্রণ করা
  4. তাপমাত্রা পরিমাপ করা
  5. রোবট তৈরি করা
  6. সেন্সর তৈরিতে সক্ষম

মার্কেটে বর্তমানে অনেক ধরনের আরডিইনো বোর্ড দেখতে পাওয়া যায় তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী আরডিইনো বোর্ড ক্রয় করতে পারবেন তার বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনি ৫০০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত এই ভোট পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ আপনার প্রজেক্ট অনুযায়ী এটিকে ক্রয় করতে পারবেন। আপনি যদি এই বোর্ডের সঠিক ব্যবহার শিখে নিতে পারেন তবে আপনার কাছে সমস্ত ইলেকট্রিক যন্ত্র ও রোবোটিক যন্ত্রপাতি তৈরিতে সক্ষম হবেন তো আপনি যদি একজন ক্রিয়েটিয়ান হিসেবে কাজ করতে থাকেন তবে আপনাকে এর ব্যবহার জানতে হবে এবং কম্পিউটার দ্বারা এর কোডিং শিখতে হবে এবং এর ভেতর কিছু ডাটা ইমপোর্ট করতে হবে যেগুলির মাধ্যমে আপনি রোবটটাকে পরিচালনা করতে পারবেন।

Post a Comment

أحدث أقدم
{ "name": "www.technicalprokash.com", "email": "akashdurlov6@gmail.com", "apiKey": "AIzaSyBLp92YejCrFfhOb8GwXm48eREcBLmTSgM", "projectId": "technicalprokash-e9be8", "messagingSenderId": "382467159869", "appId": "1:382467159869:web:df7fefc4e7a27ef5b67754", "serverKey": "", "serviceAccountFileInput": "technicalprokash-e9be8-firebase-adminsdk-fbsvc-d9c36cc02c.json", "serviceAccountFile": "technicalprokash-e9be8-firebase-adminsdk-fbsvc-d9c36cc02c.json ", "publicKey": "BN-8LBp48W5xk9X1DTC-oK8wSdEMfICl5S2wbUe6Iu8vgZq7pwSJaGAG8pjbxIeX7WDS-3k3jnyUVb4eeShGmjs", "privateKey": "*********************************", "serviceAccount": "******************************************************************************************************************************************" }