Robot.txt Generator for Blogger | ব্লগার ওয়েবসাইটে কিভাবে Robot.txt সাবমিট করবেন ?

Robot.txt Generator for Blogger | ব্লগার ওয়েবসাইটে কিভাবে Robot.txt সাবমিট করবেন ?

আমরা সকলে প্রথমে একটি ব্লগার ওয়েবসাইট বানায় একটি ফ্রি ব্লগার কে ব্যবহার করে | ব্লগার ওয়েবসাইট বানাবার পর যে সমস্ত দিকগুলিকে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে সেগুলি হল আপনার ব্লগার ওয়েবসাইটে আর্টিকেল গুলি ইনডেক্স হচ্ছে কিনা আপনার ওয়েবসাইটটি গুগল সার্চে আছে কিনা, আপনার ওয়েবসাইটে প্রতিদিন কত ভিজিটর আসছে, ওয়েবসাইট Google Search Console এ ট্রাফিক ক্লিক ও ইম্প্রেশন দেখাচ্ছে কিনা|এই সমস্ত দিকগুলি আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তবে আপনি একজন সফল ব্লগার হবেন|

 

ব্লগ ওয়েবসাইট তৈরি করার পর আমাদের প্রথম কাজ হল google webmaster টুলে নিজের ওয়েবসাইটকে সাবমিট করা, গুগল ওয়েবমাস্টার যেখানে আপনার ওয়েবসাইটে সমস্ত খুঁটিনাটি তথ্য সাবমিট হয়ে থাকে অর্থাৎ প্রতিদিন আপনার ওয়েবসাইটে কতজন ভিজিট করছে আপনার ওয়েবসাইটে কোন আর্টিকেলের কোন কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে এই সমস্ত রিপোর্টগুলো আমরা গুগল ওয়েবমাস্টার টুল অথবা গুগল সার্চ-কনসিলের মাধ্যমে দেখে থাকি | এইবার আমাদেরকে, google সার্চ অঞ্চলের নিজের ওয়েবসাইটটিকে সাবমিট করা প্রধান কাজ একটা ওয়েবসাইট তৈরি করার পর |

 

কিভাবে গুগল সার্চকনসলে নিজের ওয়েবসাইট কে সাবমিট করবেন ? How to Submit Your Site in Google Search Console

নিজের ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে সাবমিট করার জন্য আপনাকে প্রথম গুগলে গিয়ে সার্চ করতে হবে Blogger Sitemap নিচের চিত্র অনুযায়ী দেখুন

Robot.txt Generator for Blogger | ব্লগার ওয়েবসাইটে কিভাবে Robot.txt সাবমিট করবেন ?

এবার একটু কল করে নিচের দিকে যাবেন সেখানে একটি সার্চ বক্স দেখতে পারবেন সেখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটিকে কপি করে বসিয়ে দেবেন। Generate Sitemap অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে আপনার ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ তৈরি হয়ে যাবে সেটাকে সম্পূর্ণ কপি করবেন এবং চলে যাবেন আপনার ব্লগার ওয়েবসাইটের ড্যাসবোর্ডে সেখানে গিয়ে সেটিং অপশনটি বেছে নেবেন |



সেটিং অপশন এ ক্লিক করার পর আপনার সামনে সেটিং এর সমস্ত কিছু বেরিয়ে আসবে এবার আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে যাবেন সেখানে পেয়ে যাবেন Crawlers and indexing এর ঠিক নিচে আপনারা Custom Robot.txt অপশন এটাতে টিক করবেন আপনি যে সাইট ম্যাপটি সেখান থেকে কপি করেছেন। সেটাকে এখানে বসিয়ে সেভ করে দেবেন।


এবার আপনাকে যেতে হবে Google Search Console সেখানে গিয়ে ক্লিক করলে আপনারা দেখবেন আপনার সাইটটিকে সাবমিট করার একটা অপশন রয়েছে ঠিক নিচের চিত্র অনুযায়ী ফলো করবেন


বাঁ দিকের বক্সটিতে আপনার কাছে যদি ডোমেন থাকে অর্থাৎ আপনি যদি কোন ডোমেন প্রোভাইডার কোম্পানির কাছ থেকে ডমিনেন্ট কিনে থাকেন তাহলে আপনি শুধুমাত্র www.yourdomain.com বসিয়ে দিতে পারবেন আর আপনার কাছে যদি সম্পূর্ণ ইউআরএল টা থাকে অর্থাৎ সম্পূর্ণ ইউআরএল টা বসিয়ে দিতে চান তাহলে ডানদিকে বক্সটিতে বসিয়ে দেবেন। এবার Continue অপশনটিতে ক্লিক করবেন আর আপনার ওয়েবসাইটটি গুগল সার্চ করে সাবমিট হয়ে যাবে |

আমি আপনাদেরকে নিচে একটি কোড প্রোভাইড করছি যার সাহায্যে আপনারা অটোমেটিক Robot.txt তৈরি করে নিতে পারবেন আপনার ব্লগার ওয়েবসাইট এর জন্য |

Generate robots.txt





Prokash Durlov

আমার নাম প্রকাশ করলাম আমি একজন প্রফেশনাল ব্লগার | ব্লগিং করি এবং ব্লগিং থেকে যেটুকু অর্থ উপার্জন করি সেটুকু আমার সংসারের কাজকর | আমি ২০১৩ সাল থেকে ব্লগিং করছি ব্লগিং ক্যারিয়ারে অনেক ওঠানামা হয়েছে তবুও আমি ব্লক থেকে ছাড়িনি আজও পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে সমস্ত ধরনের ইনফরমেশন দর্শকের সামনে তুলে ধরছি |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

GP Global