রেশন কার্ডের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য | কিভাবে বাচ্চাদের রেশন কার্ড বানাবেন, নতুন বউয়ের রেশন কার্ড বানানোর জন্য কোন ফর্মটি প্রয়োজন পড়বে, এক স্থান থেকে অন্য স্থানের রেশন কার্ড কিভাবে ট্রান্সফার করবেন

রেশন কার্ডের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য | কিভাবে বাচ্চাদের রেশন কার্ড বানাবেন, নতুন বউয়ের রেশন কার্ড বানানোর জন্য কোন ফর্মটি প্রয়োজন পড়বে, এক স্থান থেকে অন্য স্থানের রেশন কার্ড কিভাবে ট্রান্সফার করবেন


রেশন কার্ড মানুষের জীবনে নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়। সরকার দ্বারা যে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হয় সেগুলি রেশন কার্ডের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়। ভারতবর্ষে রেশন কার্ড থাকা মানে সেই মানুষটি সেই স্থানের স্থায়ী বাসিন্দা, আপনারা যদি ভাড়া থাকেন অথবা নিজের বাড়িতে থাকেন সকলের জন্য সেই লোকাল স্থানের রেশন কার্ড বানানো বাঞ্ছনীয় কেননা এই রেশন কার্ডের মাধ্যমে সরকার যে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে থাকে অর্থাৎ চাল ডাল তেল সেই সমস্ত কিছু আমাদের কাছে এই রেশন কার্ডের মাধ্যমে পৌঁছাতে সক্ষম হয়। রেশন কার্ডের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ রয়েছে সেগুলি সম্পর্কেও আপনাকে জানতে হবে-

1.     APL (ক্যাটাগরির কাডগুলি): RKSY-11,

2.     BPL (ক্যাটাগরির কাডগুলি): AAY,PHH,RKSY-1,SPHH,

 

AAY (অন্তর্দায় অন্য যোজনা): যে সমস্ত গরিব শ্রেণীর পরিবার গুলি সমাজ থেকে একদম পিছিয়ে পড়ে থাকা মানুষ জনের জন্য সরকার তরফ থেকে এই রেশন কার্ডটির সুবিধা প্রদান করেছে। এতে আপনারা পরিবারে মাথাপিছু একুশ কেজি চাল পাবেন, ও ১৩ কিলো ৩০০ গ্রাম আটা পাবেন সঙ্গে ১৩ টাকা ৫০ পয়সা কিলো চিনি পাবেন। পশ্চিমবঙ্গ খাদ্য সরকার ডিপার্টমেন্টের তরফ থেকে এই সুযোগ-সুবিধা এই শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষদের দেয়া হবে।

 

SPHH (স্টেট পিওরিটি হাউস হোল্ড): এই রেশন কার্ডটি একটি বিপিএল তালিকার রেশন কার্ড এই রেশন কার্ডের উপভোগীরা মাথাপিছু ৩ কিলো চাল ও দুই কিলো আটা প্রতি মাসে পাবেন। সমাজে পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য রাজ্য খাদ্য সুরক্ষা আইনে এমনটাই ঘোষণা করা হয়েছে।

 

PHH (প্রিয়রিটি হাউসহোল্ড): সমাজে অত্যন্ত দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য এই রেশন কার্ডটি তৈরি করা হয়েছে যাদের মাসিক সেলারি ১৫০০০ টাকার নিচে এই ধরনের মানুষ গুলোর জন্য SPHH রেশন কার্ডের মতোই অনেকটা সুবিধা প্রদান করবে এই কার্ডটি যেখানে আপনারা পাবেন মাথাপিছু তিন কিলো চাল ও দুই কিলো গম।

 

RKSY-1 (রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ): আপনাদের যদি আর্থেনটিক ব্যবস্থা ভালো নয় আপনারা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে রাজ্য সরকার তরফ থেকে আপনাকে এই সবুজ ধরনের কাডটি দেবে এবং রাজ্য সরকার আপনাকে এই কার্ডের সুবিধা অনুযায়ী শুধুমাত্র মাথাপিছু ৫ কিলো চাল আপনাদের দেয়া হবে।

 

RKSY-II (রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা): এই কার্ডটি হল APL তালিকাভুক্ত একটি রেশন কার্ড এটা শুধুমাত্র সমাজে ধনী বর্গের লোকেদের জন্য যাদের বাড়িতে এসি আছে চার চাকা আছে বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে বড় করে বিজনেস করে তাদের ক্ষেত্রে এই রেশন কার্ড প্রযোজ্য এই রেশন কার্ডে শুধুমাত্র মাথাপিছু তিন কিলো চাল দেয়া হয়।

আশা করি আপনারা এবার রেশন কার্ডের শ্রেণীবিভাগ ও তালিকা গুলি সম্পর্কে জানতে পারলেন এবং আপনার রেশন কার্ডটি কোন তালিকায় সেটা দেখে নিতে পারলেন এবার আলোচনা করব যে রেশন কার্ড হারিয়ে গেলে বা নতুন রেশন কার্ড বানাবার জন্য বাড়িতে যদি নতুন গৃহবধূ এসে থাকে তার রেশন কার্ড ট্রান্সফার করার জন্য বাচ্চাদের রেশন কার্ড করার জন্য আপনাদের কি কি করতে হবে এই সমস্ত বিষয়গুলিও অবশ্যই জেনে নেবেন।

 

নতুন রেশন কার্ড বানাবার জন্য কোন ফার্মটির প্রয়োজন পড়বে ? বাচ্চাদের রেশন কার্ড তৈরি করার জন্য কোন ফরমটির প্রয়োজন পড়বে ?



বাড়িতে যদি নতুন শিশু জন্মগ্রহণ করে থাকে তাহলে আপনারা কিভাবে তার রেশন কার্ড তৈরি করবেন রেশন কার্ড তৈরি করার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে কত বছর বয়স হলে আপনারা রেশন কার্ড তৈরি করতে পারবেন এই বিষয়টা আপনাদের অবশ্যই জানতে হবে । বর্তমানে রেশন কার্ড আবেদন করার জন্য দুই ধরনের সুবিধা রয়েছে-

1.     অনলাইন আবেদন পদ্ধতি

2.     অফলাইন আবেদন পদ্ধতি

শিশুদের রেশন কার্ড আবেদন করার পদ্ধতি: ছোট বাচ্চাদের রেশন কার্ড অথবা নতুন গৃহবধুর রেশন কার্ড আবেদন পদ্ধতি একই রয়েছে এর জন্য আপনাকে “IV ফার্মটিকে” ডাউনলোড করে নিতে হবে এবং আপনারা সঠিকভাবে এটিকে ফরম ফিলাপ করবেন ফরম ফিলাপ করতে গেলে আপনার বেশ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে-


  • বার্থ সার্টিফিকেটের জেরক্স
  • পিতা মাতার আধার কার্ড ও রেশন কার্ডের ছবি
  • নতুন বিবাহিত হওয়া প্রিয়বধূর জন্য ( পুরাতন ক্যানসেল করা রেশন কার্ড, ও আধার কার্ড, পরিবারের হেডের রেশন কার্ডের ছবি )

বাচ্চাদের রেশন কার্ড আবেদন করার জন্য কোনরকম বয়সের কোন প্রয়োজন নেই আপনি আপনার শিশুটির বার্থ সার্টিফিকেট হাতে পাওয়া মাত্রই এটিকে আবেদন করতে পারবেন। আবেদন পত্রটি আপনারা আপনাদের লোকাল ভিডিও অফিসে গিয়ে জমা করাবেন। সেখান থেকে একটা একনলেজমেন্ট স্লিপ আপনাকে দিয়ে দেবে। সেটা নিয়ে আপনি ৩০ দিন পর সেখানে যোগাযোগ করলে রেশন কার্ড পেয়ে যাবেন অথবা পোস্ট অফিস মারফত আপনার বাড়িতে রেশন কার্ড পাঠিয়ে দেওয়া হবে।

 

রেশন কার্ড ট্রান্সফারের জন্য কোন ফরমটির প্রয়োজন পড়বে ? এক স্থান থেকে অন্য স্থানে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কোন ফরমটি ফিলাপ করবেন ?

আপনারা যদি একখান থেকে অন্যস্থান রেশন কার্ড ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে “VI Form” নম্বর ফরমটিকে ফিলাপ করতে হবে। আপনারা যদি নতুন কোথাও বাড়ি করেন এবং সেই জায়গাই রেশন ডিলার ট্রান্সফার করতে চান তবে আপনি কিভাবে এই কাজটি করতে পারবেন এই প্রশ্নটা আপনাদের মনে থাকলে আপনাকে অবশ্যই রেশন কার্ড নাম্বার ৬ এই ফার্মটি কে ফিলাপ করতে হবে। এর সাথে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলি জমা দিতে হবে -


  • আপনার আধার কার্ডের জেরক্স কপি 
  • পাঁচ বছরের নিচে হলে তার বার্থ সার্টিফিকেট জেরক্স
  • বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট জেরক্স কপি দিতে হবে
  • পরিবারের হেড এর রেশন কার্ডের জেরক্স কপি ও আধার কার্ড

এই ফর্মটি ফিলাপ করে আপনারা আপনাদের রেশন কার্ড থেকে ট্রান্সফার করতে পারবেন।

 

ডিজিটাল রেশন কার্ডের আবেদন পদ্ধতি ? কিভাবে ডিজিটাল রেশন কার্ড বানাবেন ?

ডিজিটাল রেশন কার্ডের আবেদন পদ্ধতি কিভাবে আপনারা বাড়িতে বসে ডিজিটাল রেশন কার্ড আবেদন করতে পারবেন ডিজিটাল রেশন কার্ড আবেদন করার জন্য অনলাইনে ফরম ফিলাপ রয়েছে এবং আপনারা চাইলে অফলাইনে এটাকে আবেদন করতে পারবেন অফলাইনে কিভাবে আবেদন করবেন সেটা নিয়েই মূলত আলোচনা করবো এই আর্টিকেলে। গ্রামাঞ্চলে বসবাসকারী যদি কোন ব্যক্তির ডিজিটাল রেশন কার্ড না থেকে থাকে তাহলে আপনাকে ৩ নং (3 No Form) ফার্মটিকে ফিলাপ করতে হবে। সমস্ত রেশন কার্ড আবেদন করার পর যে সমস্ত ডকুমেন্ট দিবেন তা একই কিন্তু থাকতে হবে অর্থাৎ আধার ভোটার কার্ড আপনার পরিবারের হেড এর রেশন কার্ডের জেরক্স কপি।

 

বিয়ের পর রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কোন ফরমটির প্রয়োজন পড়বে ? বিয়ের পর রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কোন ফরমটি আবেদন করবেন ?

নতুন বিয়ে হয়েছে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করবেন চিন্তায় আছেন এই সময় আপনি রেশন কার্ডের ১৪ নাম্বার ফর্মটি ফিলাপ করবেন এতে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে সাথে আপনার যাবতীয় তথ্য সুন্দর ভাবে ফর্মটিতে ফিলাপ করবেন অবশ্যই আপনার কিন্তু বাপের বাড়িতে জমা দেওয়া সেই ক্যানসেল করা রেশন কার্ডটির জেরক্স কপি নিয়ে আসবেন আবেদনপত্রের সাথে আধার কার্ড রেশন কার্ড জমা দিতে হবে। 

 

রেশন কার্ড সারেন্ডার করার জন্য কোন ফরমটিকে ফিলাপ করবেন ? বাড়িতে কেউ মারা গেছে, এমন পরিস্থিতিতে আপনি তার রেশন কার্ড খাদ্য দপ্তরে কিভাবে জমা করাবেন ? রেশন কার্ড সারেন্ডার জন্য ৭ নম্বর ফর্ম ফিলাপ করবেন ?

বাড়িতে কোন বয়স্ক লোক মারা গেছে তার রেশন কার্ড ছিল বর্তমানে আপনি চাইছেন সেই রেশন কার্ডটিকে সরকারের কাছে স্যারেন্ডার করে দিতে তাহলে আপনি কোন ফরমটিকে ফিলাপ করবেন এর জন্য আপনাকে অবশ্যই কিন্তু সাত নম্বর ফরমটিকে ফিলাপ করতে হবে এই ফার্মটি ফিলাপ করলে আপনি দ্রুত আপনার রেশন কার্ডের সেন্টার করতে পারবেন কেউ মারা গেছে চলে গেছে কারো নাম কাটা গেছে সে ক্ষেত্রে আপনি নাম কাটানোর জন্য এবং তার রেশন কার্ডের দিকে সারেন্ডার করার জন্য এই ফার্মটিকে ফিলাপ করতে হবে ।

Post a Comment

নবীনতর পূর্বতন
{ "name": "www.technicalprokash.com", "email": "akashdurlov6@gmail.com", "apiKey": "AIzaSyBLp92YejCrFfhOb8GwXm48eREcBLmTSgM", "projectId": "technicalprokash-e9be8", "messagingSenderId": "382467159869", "appId": "1:382467159869:web:df7fefc4e7a27ef5b67754", "serverKey": "", "serviceAccountFileInput": "technicalprokash-e9be8-firebase-adminsdk-fbsvc-d9c36cc02c.json", "serviceAccountFile": "technicalprokash-e9be8-firebase-adminsdk-fbsvc-d9c36cc02c.json ", "publicKey": "BN-8LBp48W5xk9X1DTC-oK8wSdEMfICl5S2wbUe6Iu8vgZq7pwSJaGAG8pjbxIeX7WDS-3k3jnyUVb4eeShGmjs", "privateKey": "*********************************", "serviceAccount": "******************************************************************************************************************************************" }