স্মার্ট বাজার শপিংমলে কর্মী নিয়োগ | Smart Bazar Shopping Mall Recruitment
তো বন্ধুরা স্মার্ট বাজার যার শপিং মল সম্পর্কে আপনারা সকলে পরিচিত। এটি রিলায়েন্স কোম্পানির একটি অংশ। এখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ চলছে। আপনারা এখানে এসি রুমে কাজ করার সুযোগ পাবেন। এখানে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ চলছে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এখানে চাইলে আবেদন করতে পারবেন। তাহলে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন করবেন এবং নিয়োগ প্রক্রিয়া কি হতে চলেছে বিস্তারিত।
স্মার্ট বাজার শপিং মলে কর্মী নিয়োগ। Smart Bazar Shopping Mall Recruitment
স্মার্ট বাজার শপিংমলে কর্মী নিয়োগ চলছে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন করতে পারবেন এবং নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত একটা ডিটেলসে আলোচনা করতে চলেছি-
- পদের নামঃ Product Packing, Scanning, Data Entry, Security Gaurd,
- শূন্যপদঃ 124
- শিক্ষাগত যোগ্যতাঃ 8th, 10th, 12th বয়সঃ 18-45 Years
- আবেদন পদ্ধতিঃ Call- 7890861910
- কাজের সময়: 10 hour
- নিয়োগ প্রক্রিয়াঃ শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে
- কাজের ঠিকানাঃ কলকাতা, নিউ টাউন, ক্যানিং, বালিগঞ্জ, ব্যারাকপু্র, নৈহাটি,
তো বন্ধুরা এই ছিল স্মার্ট শপিংমলে নিয়োগের একটি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে আপনারা বেশ কিছু স্থান থেকে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে আপনাদেরকে সরাসরি এইচ আর এর সাথে কল করে আপনার ইন্টারভিউ এর ডেট সিলেক্ট করে নিতে হবে এবং শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এবং প্রথম দিনেই আপনাদের এখানে নিয়োগ করা হবে।