-->

কমছে রিলায়েন্স জিওর গ্রাহকের সংখ্যা, ৩০ দিনে মোট ৮০ লক্ষ গ্রাহক কমেছে রিলায়েন্স জিওর, Jio Lost Customer

প্রকাশ দুর্লভ: কথায় আছে না কারোর প্রশ্ন মাস কারো সর্বনাশ, মাত্র ৩০ দিনে রিলায়েন্স জিওর গ্রাহকের সংখ্যা আশি লক্ষ হারিয়েছে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিওর। এক বড়সড় ধাক্কা খেলেন ভারতের ধনীতম শিল্পপতি মুকেশ আম্বানি। মোবাইলের শুল্কবৃদ্ধির কারণেই কি এমন পতন হচ্ছে ধীরে ধীরে মানুষের রিলায়েন্সের প্রতি খুব জন্মাতে শুরু হয়েছে। এদিকে যেমন রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যা কমছে তেমনিতে অন্যদিকে ভারতের রাষ্ট্রীয় টেলি কমিউনিকেশন সংস্থা বিএসএনএলের ৩০ দিনে ১৫ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। 

সম্প্রতি ভারতীয় টেলি পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলোর গ্রাহক সংখ্যা সংক্রান্ত তথ্য প্রকাশ করে তাদের নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি ওফ ইন্ডিয়া। এখানে বলা হয়েছে যে বেসরকারি টেলি সংস্থাগুলি সেপ্টেম্বরের মাসের প্রায় এক কোটি গ্রাহক হারিয়েছে। মুকেশ আম্বানির জিও হারিয়েছে ৮০ লক্ষ গ্রাহক সুনীল মিত্রের ভারতীয় airtel এর গ্রাহক সংখ্যা কমেছে ১৪ লক্ষর উপরে এবং ভোডাফোন আইডিয়া হারিয়েছে ১৫ লক্ষ গ্রাহক। 

এরই মধ্যে লক্ষীর আগমন ঘটেছে ভারতীয় রাষ্ট্রীয় টেলি কমিউনিকেশন সংস্থা বিএসএনএলের ২০২৪ সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে ৫৫ লক্ষ নতুন ব্যবহারকারী পেয়েছে এই রাষ্ট্রীয় টেলিকম সংস্থাটি, সাধারণত ভাবা যায় কম খরচে হওয়ায় কারণই হলো বিএসএনএল মানুষ বেশি পছন্দ করছে এমনটাই কিন্তু রিপোর্টে জানিয়েছে ট্রাই। কেন্দ্রীয় টেলিযোগাযোগের দপ্তরে এমন তথ্য প্রকাশিত হয়েছে যে এ বছর জুলাইতে বেসরকারি সংস্থা ছেড়ে বিশেষ এলে স্থানান্তকারিত হয়েছে প্রায় ১৫ লক্ষ গ্রাহক। বি এস এন এল যেন প্রত্যাবর্তন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ডিয়া এমন মন্তব্যে বলেন বিএসএনএল-এর জন্য সামনে বিরাট সুযোগ আসছে। সংস্থাটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রবার্ট রবি জানিয়েছেন এখন শুল্কবৃদ্ধি করার কোন পরিকল্পনা তাদের নেই। মানুষকে সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করাটাই তাদের একমাত্র লক্ষ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

Slider Mini

Updates