Adsterra ইনকাম করার টিপস: বন্ধুরা আমরা সকলেই জানি গুগল এডসেন্সের পর সবথেকে বিশ্বাসযোগ্য এবং সব থেকে বেশি পছন্দ ব্লগারদের এই Adsterra ওয়েবসাইটটি যেখান থেকে আপনারা ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন আপনারা যদি একজন ব্লগার হয়ে থাকেন তবে আমি যে কমেন্ট করব আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনার সেই সঙ্গে কি করে উপার্জন করতে পারবেন আমাদের দেওয়া স্ক্রিপ্টের মাধ্যমে তা নিয়েই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব।
আপনার কাছে যদি ভালো পরিমাণে ট্রাফিক থাকে তবে আপনি অ্যাপসটা থেকে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন এর ভিতরে বেশ কিছু অ্যাড সেকশন রয়েছে যেমন তপনদার ডিসপ্লে নেট ও সোশ্যাল ওয়ার্ক ডাইরেক্ট লিংক এই সমস্ত অ্যাড গুলো আপনি আপনার ওয়েবসাইটে সরাসরি বসিয়ে দিতে পারবেন।
Adsterra কত পেচিয়ে কত টাকা প্রদান করে? কত পেজ ভিউ হলে আপনি কত টাকা পেতে পারেন?
ভিউ | আয় (USD / INR) | মন্তব্য |
---|---|---|
100 | $0.20 (প্রায় ₹17) | খুব ছোট আয়, টেস্টিং পর্যায়ে দেখা যায় |
1,000 | $2 (প্রায় ₹170) | গড় মানের CPM |
100,000 | $200 (প্রায় ₹17,000) | ট্রাফিক ভালো হলে CPM আরও বাড়তে পারে |
1,000,000 | $2,000 (প্রায় ₹1,70,000) | উচ্চ আয়ের সম্ভাবনা, তবে মানসম্মত ট্রাফিক জরুরি |
Adsterra থেকে যেভাবে ইনকাম করতে পারবেন ?
গুগল এডসেন্স এর মতোই অ্যাড স্টার তেও ইনকাম করা যায় তবে তার বেশ কিছু টিপস রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনার কাছে যদি একটি ব্লক ওয়েবসাইট থাকে সেখানে ট্রাফিক থাকে অথবা আপনার কাছে যদি কোন ট্রাফিক সোর্স থেকে থাকে যেমন কোন ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল অথবা কোন বড় ফেসবুক পেজ যেখানে কোন একটা নিচের উপর ভালো পরিমানে ট্রাফিক আছে।
- Movie Download Website
- Jobs Website
- Image Download Website
- PDF Download Site
- News Website
এবার আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট লাগানোর সিস্টেম জানতে হবে। আপনি যদি সঠিক ভাবে এডভার্টাইজমেন্ট যুক্ত করতে পারেন তবে আপনার ওয়েবসাইটে আসা ভিজিটর গুলো এড বেশি দেখতে পারবে এবং সেই এডের ইম্প্রেশন এবং কারো কোন এডভাটাইজমেন্ট পছন্দ হলে সেটাতে ক্লিক করে জানতে চাইবে তার বিষয়বস্তু সেখানে ক্লিক করলেই আপনার রিভিউ আপনার দেশ বলে জেনারেট হয়ে যাবে।
Google AdSense বনাম Adsterra — কোনটি আপনার জন্য উপযোগী?
অনলাইন ওয়েবসাইট বা ব্লগ থেকে আয় করার ক্ষেত্রে বিজ্ঞাপন নেটওয়ার্ক দুটি জনপ্রিয় নাম — Google AdSense ও Adsterra। উভয় প্ল্যাটফর্মের লক্ষ্য একটাই: আপনার সাইটে বিজ্ঞাপন দেখিয়ে রাজস্ব তৈরি করা। তবু ব্যবহারের ধরন, রাজস্ব উত্পাদনের পদ্ধতি ও নীতিমালার দিক থেকে দুইটির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আছে। নিচে সহজ ও সরলভাবে সেই পার্থক্যগুলো ব্যাখ্যা করা হলো।
Google AdSense: বিশ্বস্ততা বেশি, কঠোর নীতি, পরিবার-বান্ধব কনটেন্টকে প্রাধান্য, সাধারণত উচ্চ CPC রেট।
Adsterra: নমনীয় নীতি, বিভিন্ন ধরনের অ্যাড ফরম্যাট (যেমন-popunder, push), ছোট থ্রেশহোল্ড ও দ্রুত অ্যাপ্রুভাল।
১) অ্যাপ্রুভাল ও অনবোর্ডিং
- AdSense: সাইটের কনটেন্ট, ট্রাফিক কোয়ালিটি ও নীতিমালা পরীক্ষা করে কঠোর অনুমোদন দেয় — সময় লাগতে পারে।
- Adsterra: সাধারণত দ্রুত অনুমোদন পাওয়া যায়; অনেক ক্ষেত্রেই স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্সেপ্ট হয়।
২) অ্যাড টাইপ ও ফরম্যাট
- AdSense: কনটেক্সচুয়াল টেক্সট/ডিসপ্লে অ্যাড, ইন-আর্থিকেল, রেস্পন্সিভ ইউনিট, ভিডিও ইত্যাদি।
- Adsterra: Popunder, Push Notifications, Native, Social Bar ও স্ট্যান্ডার্ড ব্যানার; কিছু ফরম্যাট AdSense-এ পাওয়া যায় না।
৩) রাজস্ব মডেল
- AdSense: সাধারণত CPC (ক্লিক ভিত্তিক) মডেল; উচ্চ মানের ট্রাফিকে আয় ভালো।
- Adsterra: CPM (ইম্প্রেশন) ভিত্তিক, পাশাপাশি CPC ও CPA অপশনও থাকে; নির্দিষ্ট নীচে Popunder বা নির্দিষ্ট অফারে ভাল আয় হতে পারে।
৪) পেমেন্ট থ্রেশহোল্ড ও পেমেন্ট মেথড
- AdSense: থ্রেশহোল্ড সাধারণত $100; ব্যাংক ট্রান্সফার ও অন্যান্য নির্দিষ্ট মাধ্যম।
- Adsterra: থ্রেশহোল্ড সাধারণত ছোট (কিছু ক্ষেত্রে $5 বা $25), পেমেন্ট অপশন বেশি (PayPal, Bitcoin, Paxum ইত্যাদি)।
৫) নীতিমালা ও কনটেন্ট সীমাবদ্ধতা
- AdSense: কড়াকড়ি — অ্যাডাল্ট, পাইরেসি, নকল কন্টেন্ট ও বেআইনি বিষয় কঠোরভাবে নিষিদ্ধ।
- Adsterra: কিছুটা শিথিল; অ্যাডাল্ট ও কিছু বিশেষ নীচে সীমিত অনুমোদন দেয় (তবে তাদের নিজস্ব শর্ত থাকে)।
৬) কাস্টমাইজেশন ও কন্ট্রোল
- AdSense: বিজ্ঞাপন ব্লকিং, কাস্টমাইজেশন, Google Analytics ইন্টিগ্রেশন ইত্যাদি শক্তিশালী।
- Adsterra: কিছুমাত্র কাস্টমাইজেশন ও রিপোর্টিং; কিন্তু AdSense-র মত বিস্তারিত বিশ্লেষণ নেই।
কখন কোনটি ব্যবহার করবেন?
- আপনার সাইট যদি ফ্যামিলি-ফ্রেন্ডলি, উচ্চমানের কনটেন্ট হয় এবং আপনি দীর্ঘমেয়াদী, স্থিতিশীল আয় চান — Google AdSense সবচেয়ে উপযুক্ত।
- যদি আপনার সাইট বিভিন্ন ধরনের ট্রাফিক (উদাহরণ: গেমিং, কিছু অ্যাডাল্ট/ফ্রি স্টাফ), দ্রুত মনিটাইজেশন চান অথবা ছোট পেমেন্ট থ্রেশহোল্ড ও ভিন্ন পেমেন্ট অপশন প্রয়োজন — Adsterra বিবেচনা করতে পারেন।
অনেক ব্লগার ও ওয়েবমাস্টার দুইটি একসাথে ব্যবহার করে থাকে: মূলত AdSense দিয়েই পরিবারবান্ধব অংশ মনিটাইজ করেন এবং অতিরিক্ত বা বিশেষ পাতায় Adsterra-এর Popunder/Push ব্যবহার করে আয় বাড়ান। তবে মনে রাখবেন — একাধিক নেটওয়ার্ক ব্যবহার করলে সাইটের ইউজার এক্সপেরিয়েন্স ও রেপুটেশন বিবেচনায় রাখতে হবে।
বিষয় | Google AdSense | Adsterra |
---|---|---|
আয়ের ধরন | মূলত CPC (Cost Per Click), কিছু ক্ষেত্রে CPM | মূলত CPM (Cost Per 1000 Impression), পাশাপাশি CPC ও CPA |
গড় CPC রেট | $0.05 – $2+ (নিচ ও দেশের উপর নির্ভরশীল) | $0.01 – $0.50 (বেশিরভাগ ক্ষেত্রে), CPA অফারে বেশি হতে পারে |
গড় CPM রেট | $0.25 – $5 (প্রিমিয়াম দেশে বেশি) | $0.10 – $3 (Popunder-এ গড়ে বেশি হতে পারে) |
আয় সম্ভাবনা | উচ্চমানের ট্রাফিক থাকলে আয় অনেক বেশি হতে পারে | মাঝারি, তবে কিছু নির্দিষ্ট নিসে Popunder/CPA দিয়ে বেশি হতে পারে |
পেমেন্ট থ্রেশহোল্ড | $100 | $5 – $100 (পেমেন্ট মেথড অনুযায়ী) |
পেমেন্ট ফ্রিকোয়েন্সি | মাসে একবার | সাপ্তাহিক / পাক্ষিক / মাসিক (আপনার সেটিংস অনুযায়ী) |
পেমেন্ট মেথড | Bank Transfer, Cheque, EFT, Western Union | PayPal, WebMoney, Bitcoin, Paxum, Bank Transfer ইত্যাদি |
কিভাবে আপনারা Adsterra অ্যাডভার্টাইজমেন্ট নিজের ব্লগ ওয়েবসাইটে সেট করবেন ?
আমরা অনেকে নতুন ওয়েবসাইট তৈরি করার পর সেই ওয়েবসাইটটি গুগল এডসেন্সের সাথে যুক্ত করতে চাই অনেকের এডসেন্সের অ্যাপ্রভাল দেয়া হয় অনেকের ওয়েবসাইট রিজেক্ট করে দেওয়া হয় গুগল এডসেন্স টিমের তরফ থেকে তো তখন আমাদের সামনে একটাই উপায় থাকে গুগলের কোন অল্টারনেটিভ এডভার্টাইজমেন্ট নেটওয়ার্ক এর সাথে যুক্ত হয়ে তার এডভার্টাইজমেন্ট গুলো আমাদের ওয়েবসাইটে যুক্ত করা | এর জন্য সব থেকে ভালো অ্যাডভারটাইজমেন্ট নেটওয়ার্ক হলো Adsetra এটিতে খুব ভালোভাবে অর্থ উপার্জন করা সম্ভব এবং আপনি কম ট্রাফিকেও এতে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন | এর এডভারটাইজমেন্ট গুলি আপনি চাইলে গুগল এডস এর মত Sticky যুক্ত করতে পারবেন |
এর জন্য আমি আপনাদেরকে নিচে দুই রকম কোড দিয়ে দেব সেই কোড গুলির ব্যবহার করে আপনি চাইলে আপনার ব্লগার ওয়েবসাইটের ভেতর এই ভাবেই অ্যাডভার্টাইজমেন্ট সেটাপ করতে পারবেন যেমন গুগল এডসেন্স এডভারটাইজমেন্ট অটোমেটিক দিয়ে থাকে আপনি এটিকে ম্যানুয়ালি তৈরি করতে পারবেন তো সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন এবং নিচে আমাদের দেওয়া ইনস্ট্রাকশন ফলো করে ভিডিওটি অবশ্যই দেখবেন।
- প্রথমে আপনি যাবেন ব্লগার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে
- এখানে আপনি ক্লিক করবেন থিমস অপশনে
- এবার নিচে দেওয়া প্রথম কোড টিকে আপনারা </b:skin> এর উপরের অংশে বসিয়ে দেবেন
- এবার দ্বিতীয় কোডটিকে আপনাকে </body> উপরের অংশে বসিয়ে দিতে হবে তবে এখানে লক্ষ্য করবেন যে এডভেটার ফ্রেন্ড কোডটিকে আপনি Adsetra থেকে কপি করবেন সেটাকে রিপ্লেস করিয়ে দিতে হবে।
- এইবার থিমটিকে সেভ করে দিলেই আপনি দেখতে পারবেন আপনার ব্লগার ওয়েবসাইটে ফুটার অপশনে Sticky Ads চলছে |
.sticky-ads{
position: fixed;
bottom: 0; left: 0;
width: 100%; min-height: 70px; max-height: 200px;
padding: 5px 0;
box-shadow: 0 -6px 18px 0 rgba(9,32,76,.1);
-webkit-transition: all .1s ease-in; transition: all .1s ease-in;
display: flex;
align-items: center;
justify-content: center;
background-color: #fefefe; z-index: 20; }
.sticky-ads-close {
width: 30px; height: 30px;
display: flex;
align-items: center;
justify-content: center;
border-radius: 12px 0 0;
position: absolute; right: 0; top: -30px;
background-color: #fefefe;
box-shadow: 0 -6px 18px 0 rgba(9,32,76,.08); }
.sticky-ads .sticky-ads-close svg { width: 22px; height: 22px; fill: #000; } .sticky-ads .sticky-ads-content { overflow: hidden; display: block; position: relative; height: 70px; width: 100%; margin-right: 10px; margin-left: 10px; }
<div class='sticky-ads' id='sticky-ads'>
<div class='sticky-ads-close' onclick='document.getElementById("sticky-ads").style.display="none"'><svg viewBox='0 0 512 512' xmlns='http://www.w3.org/2000/svg'><path d='M278.6 256l68.2-68.2c6.2-6.2 6.2-16.4 0-22.6-6.2-6.2-16.4-6.2-22.6 0L256 233.4l-68.2-68.2c-6.2-6.2-16.4-6.2-22.6 0-3.1 3.1-4.7 7.2-4.7 11.3 0 4.1 1.6 8.2 4.7 11.3l68.2 68.2-68.2 68.2c-3.1 3.1-4.7 7.2-4.7 11.3 0 4.1 1.6 8.2 4.7 11.3 6.2 6.2 16.4 6.2 22.6 0l68.2-68.2 68.2 68.2c6.2 6.2 16.4 6.2 22.6 0 6.2-6.2 6.2-16.4 0-22.6L278.6 256z'/></svg></div>
<div class='sticky-ads-content'>
<script type="text/javascript">
atOptions = {
'key' : '31f5e2c14740bad61fc9bac81d934762',
'format' : 'iframe',
'height' : 90,
'width' : 728,
'params' : {}
};
document.write('<scr' + 'ipt type="text/javascript" src="http' + (location.protocol === 'https:' ? 's' : '') + '://aliensold.com/31f5e2c14740bad61fc9bac81d934762/invoke.js"></scr' + 'ipt>');
</script>
</div>
</div>
এইভাবে আপনি চাইলে আপনার ব্লগার ওয়েবসাইটে এডসেন্সের alternative ad যুক্ত করতে পারেন এবং উপার্জন করতে পারবেন | Sticky এডভার্টাইজমেন্টের জন্য আপনার ব্লগার জন্য আপনার ব্লগার ওয়েবসাইটে ইম্প্রেশন বেশি থাকে আপনি সহজে চাইলেই যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক ভালো থাকে তাহলে ভালো মাপের টাকা আপনি এর সাহায্যে ইনকাম করতে পারবেন তাহলে আপনি যদি গুগল এডসেন্সের মনিটাইজেশন পাচ্ছেন না তবে চিন্তার কোন কারণ নেই আপনি এর মাধ্যমেও কিন্তু আপনার রেভিনিউ ভালো পরিমাপের তৈরি করতে পারবেন এবং আপনার পরিবারকে খুশি রাখতে পারবেন।