কিভাবে পাবেন বিনামূল্যে সেলাই মেশিন ? প্রধানমন্ত্রীর বিনামূল্যে সেলাই মেশিন যোজনা

কিভাবে পাবেন বিনামূল্যে সেলাই মেশিন ? প্রধানমন্ত্রীর বিনামূল্যে সেলাই মেশিন যোজনা


প্রধানমন্ত্রীর বিনামূল্যে সেলাই মেশিন যোজনা: কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারগুলির মহিলাদের উদ্দেশ্যে এবার বিনামূল্যে সেলাই মেশিন যোজনা নামক এক প্রকার প্রকল্প চালু করল। এই স্কিমের মাধ্যমে পরিবারের মহিলারা পেয়ে যাবেন বিনামূল্যে সেলাই মেশিন সরকার দ্বারা। এই স্কিমের ওপর ভিত্তি করে পরিবারের মহিলারা পেয়ে যাবেন ১৫ হাজার টাকা শুধু তাই নয় তার সঙ্গেও পেয়ে যাবেন আরো বিভিন্ন ধরনের সুবিধা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে। 

শুধু সেলাই মেশিনই নয়, তার সঙ্গে পেতে পারেন এক লক্ষ টাকা লোনের সুবিধা তাই কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ স্কিমের তথ্য নিয়ে চলে এসেছি আজকের এই প্রবন্ধটিতে আপনারা যদি এই সুবিধা উপভোগ করতে চান তবে আপনাদের যে সমস্ত কাজ গুলি করতে হবে। কিভাবে আবেদন করবেন,  কোথা থেকে আবেদন করবেন,  কারা পাবেন এই প্রকল্পের সুবিধা এই সমস্ত বিষয়বস্তু নিয়েই চলে এসেছি আজকের এই প্রতিবেদনে তাই এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে সমাজের সেই সমস্ত খেটে খাওয়া পরিবারের মহিলাদের জন্য। যারা নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের মুখে  দুবেলা দুমুঠো ভাত যোগান দিতে চাইছে নিজের পরিশ্রমের ভিত্তিতে।


এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে PM Vishwakarma Yojona এই যোজনার মাধ্যমে কিন্তু আপনারা এই সুবিধা পেয়ে যাবেন। গ্রামের মানুষ শহরের মানুষ এবং গোটা দেশেই এই সুবিধার প্রভাব ফেলতে চলেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোন উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্প চালু করেছে প্রধানমন্ত্রী দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী নারী শিক্ষা ও নারী শক্তির বিস্তার ঘটাতে বেশ কিছু প্রকল্প চালু করেছিলেন এটিও একটি এমন প্রকল্প যেখানে বাড়ির মহিলারা নিজেই নিজের ওপর স্বনির্ভর হয়ে পরিবারের দায়িত্ব নিতে পারবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মাধ্যমে এই সমস্ত নারীদের দেওয়া হবে বিনামূল্যে সেলাই মেশিন। ঘরে ঘরে বসে সেলাই করে আয় করার এক অন্যতম মাধ্যম হিসেবে এই প্রকল্পটি পরিচিত। 


এই প্রকল্পের মাধ্যমে দেশের অর্থনীতির ও উন্নয়ন ঘটবে। দেশের মহিলাদের বিশেষ করে পিছিয়ে পড়া জাতির মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য মহিলা এবং পিছিয়ে পড়া জাতির লোকের অবলম্বী করতে এই একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্র। এই বিনামূল্যে পাওয়ায় সেলাই মেশিনের মাধ্যমে নিজের ব্যবসা এবং নিজের আয়ের বৃদ্ধি ঘটানো যাবে, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অধীনস্থ এই যোজনার সুবিধা পেতে আবেদনকারী কে কি কি করতে হবে তা নিম্নে উল্লেখিত হল।


বিনামূল্যে সেলাই মেশিনের জন্য কিভাবে আবেদন করবেন ? 


এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমে ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে https://pmvishwakarma.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন কিংবা আপনাদের নিকটবর্তী কোন কমন সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করলে সেখান থেকে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাকে একটি মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে মোবাইল নাম্বার ও ক্যাপচার মাধ্যমে লগইন করতে পারবেন আপনার মোবাইলে আসা অটিপিটি দিলেই লগইন হয়ে যাবে, তারপর এখানে আপনার সমস্ত ডকুমেন্টস এর সাথে যুক্ত অফিশিয়াল তথ্যগুলি পূরণ করে দেবেন এভাবেই আপনারা এই ফর্মটিকে পূরণ করার পর 10 থেকে 15 দিনের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে ভেরিফাই করার পর এই প্রকল্পের বরাদ্দ করা টাকাটি ব্যাংক একাউন্টে পৌঁছে দেবে। 


প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা কারা আবেদন করতে পারবে ?


ভারত সরকার কর্তৃক আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া জাতিগুলির মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য এই প্রকল্পটি চালু করেছে। এখানে আবেদন করার জন্য আপনাদের নিম্নে বেশ কিছু পন্থা জারি করেছে সেগুলি হল- 

  1. আবেদনকারীকে অবশ্যই কিন্তু ভারতের চাহি বাসিন্দা হতে হবে, অর্থাৎ ভারতবাসী হতে হবে। 
  2. আবেদনকারী মহিলার বয়স ২০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে।
  3. আবেদনকারী পরিবার গুলির বাৎসরিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে হতে হবে।
  4. প্রতিবন্ধী মহিলা ও বিধবারা এখানে অগ্রাধিকার সুবিধ পাবে। 

উপরে উল্লেখিত এই সমস্ত শর্তাবলী যদি পূরণ থাকে তবে সেই পরিবারের মহিলারা বিনামূল্যে সেলাই মেশিন সুবিধার উপভোগী হবেন।


বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের সুবিধাগুলি কি কি ?


  1. পাঁচ লাখেরও বেশি গ্রাম এবং শহরের মহিলারা এই প্রকল্পের আয়তায় আসবে।
  2. এই প্রকল্পটি দেশের সকল নারীকে স্বাবলম্বী এবং ক্ষমতায়িত হতে সাহায্য করবে যাতে তাদের কারোর উপর নির্ভর করতে না হয়।
  3. এই প্রকল্পে উপভোগী ১০ থেকে ১৫ হাজার টাকা পেয়ে যাবেন নিজের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার দ্বারা।
  4. বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ৫ থেকে ১০ দিনের মধ্যে ট্রেনিং নিয়ে আয় করার সুবিধা।
  5. কিছু রাজ্যে এই প্রকল্পে আলোতে আসা মহিলাদের প্রতি বছর পাঁচ হাজার টাকা ভাতা পাবেন। 

তাহলে আমার এই প্রতিবেদনটি পড়ে বুঝতে পারলেন আপনারা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার দ্বারা ফ্রি সেলাই মেশিন প্রকল্পের অধীনস্থ হওয়া পরিবারগুলি কি কি সুবিধা উপভোগ করতে পারবেন ।


বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে-


আপনারা যদি চান আপনার পরিবারের মহিলাকে এই স্টিমের আয়ত্তে এনে এই টিমের সুযোগ সুবিধা গুলি আপনার পরিবারে আসুক তবে আপনাকে যে সমস্ত ডকুমেন্টস আবেদন করার আগে সংগ্রহ করে রাখতে হবে সেগুলি নিম্নে আলোচিত হইল-

  1. পরিবারের বাৎসরিক ইনকাম সার্টিফিকেট।
  2. আবেদনকারীর আধার কার্ড।
  3. স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
  4. বয়সের প্রমাণপত্র অনুযায়ী মাধ্যমিক এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের জেরক্স কপি।
  5. একটি পাসপোর্ট মাপক ছবি।
  6. একটি সক্রিয় মোবাইল নাম্বার
  7. আবেদনকারীর ব্যাংক একাউন্টের পাসবুক 

আশা করি আপনারা ইতিমধ্যে সমস্ত তথ্য পড়ে বুঝে গিয়েছেন কিভাবে এখানে আবেদন করবেন আবেদনকারীর সুবিধাগুলো কি কি রয়েছে সেই সঙ্গে আবেদন করার যোগ্যতা গুলি কি কি রয়েছে সম্পূর্ণ তথ্য এই প্রবন্ধটি দিয়ে আবেদনকারীর উদ্দেশ্যে উল্লেখ করে দিলাম যাতে আপনারা এই প্রকল্পের আলোতে এসে এই প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা গুলি উপভোগ করতে পারেন ধন্যবাদ। 



{ "@context": "https://schema.org", "@type": "NewsArticle", "mainEntityOfPage": { "@type": "WebPage", "@id": "https://www.technicalprokash.com/2025/08/free-silai-machine-yojana-west-bengal.html" }, "headline": "কিভাবে পাবেন বিনামূল্যে সেলাই মেশিন ? প্রধানমন্ত্রীর বিনামূল্যে সেলাই মেশিন যোজনা", "image": [ "https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrOijEJoivT3IWpthxoSV9_KOmfdBZiWw1S-dNsOHU03nzoDtU3Pq9_RhfJu5vPj0a3ATruqt11WSvrvUAzoYHH28GWX6ZxKe5Xn2oL8Zspomk8nEtjn_Q078c4zjJii8eWINpZ0YnDBZ7fKEzY3VdTCceFQVHbHiSw6Rp5nowOBQeVtu3_FA0VHJUzJ4/s1280/WhatsApp%20Image%202025-08-25%20at%2001.09.09_20da17a5.jpg" ], "datePublished": "2025-08-26T19:57:35.546Z", "dateModified": "2025-08-26T19:57:35.546Z", "author": { "@type": "Person", "name": "Technical Prokash" }, "publisher": { "@type": "Organization", "name": "Technical Prokash", "logo": { "@type": "ImageObject", "url": "https://www.technicalprokash.com/favicon.ico" } }, "description": "প্রধানমন্ত্রীর বিনামূল্যে সেলাই মেশিন যোজনা: কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারগুলির মহিলাদের উদ্দেশ্যে এবার বিনামূল্যে সেলাই মেশিন যোজনা নামক এক প্রকার প্রকল্প চালু করল। এই স্কিমের মাধ্যমে পরিবারের মহিলারা পেয়ে যাবেন বিনামূল্যে সেলাই মেশিন সরকার দ্বারা। এই স্কিমের ওপর ভিত্তি করে পরিবারের মহিলারা পেয়ে যাবেন ১৫ হাজার টাকা শুধু তাই নয় তার সঙ্গেও পেয়ে যাবেন আরো বিভিন্ন ধরনের সুবিধা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে।", "articleSection": "Government Scheme", "keywords": [ "Government Scheme", "প্রধানমন্ত্রী সেলাই মেশিন যোজনা", "ফ্রী সেলাই মেশিন যোজনা" ] }

Post a Comment

নবীনতর পূর্বতন