Swami Vivekananda Scholership 2025: স্বামী বিবেকানন্দ স্কলারশিপঃ পশ্চিমবঙ্গের মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়। যেসব ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক এবং কলেজ পাস করে অন্য ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার নিরিখে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন পদ্ধতি জেনে নিন।
Swami Vivekananda Scholership 2025 | মেরিটকাম মিন্স স্কলারশিপ
স্কলারশিপের নাম | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৫ (মেরিট-কাম-মিন্স স্কলারশিপ) |
---|---|
স্কলারশিপ প্রদানকারী দপ্তর | পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর |
প্রদত্ত অর্থের পরিমাণ | প্রতিমাসে ₹১০০০ থেকে ₹৫০০০ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদন শুরু হওয়ার সময় | জুন-জুলাই মাস থেকে |
শেষ তারিখ | উল্লেখিত নয় |
অফিসিয়াল ওয়েবসাইট | https://svmcm.co.in/ |
হেল্পলাইন নম্বর | 18001028014 |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর পোশাকি নাম স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ এর পোশাকি নাম স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, সম্পূর্ণ আবেদন পদ্ধতি, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা পাওয়া যাবে, একাধিক তথ্য জানতে পারবেন এই প্রতিবেদনটি থেকে।
Swami Vivekananda Scholership 2025 আবেদনের যোগ্যতা ?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য যে সমস্ত যোগ্যতার প্রয়োজন পড়বে সেগুলি সবার প্রথম জেনে রাখা দরকার প্রথমে তাদের মনের মধ্যে একটাই প্রশ্ন জাগে যে মাধ্যমিক উচ্চমাধ্যমিক না স্নাতক উত্তর তরে কত শতাংশ নাম্বার পেলে আমরা এখানে আবেদন করতে পারব।
শিক্ষাস্তর / কোর্স | সর্বনিম্ন নম্বর (যোগ্যতা) |
---|---|
উচ্চ মাধ্যমিক স্তর (HS) | মাধ্যমিকে অন্তত ৬০% নম্বর |
স্নাতক স্তর (অনার্স, নার্সিং, প্যারামেডিকেল, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা) | উচ্চমাধ্যমিকে অন্তত ৬০% নম্বর |
স্নাতকোত্তর স্তর (পোস্ট গ্র্যাজুয়েট) | গ্র্যাজুয়েশনে অন্তত ৫৩% নম্বর |
পলিটেকনিক | মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে অন্তত ৬০% নম্বর |
Swami Vivekananda Scholership 2025 আবেদনের শর্তগুলি কি
আবেদন করার আগে আবেদন করার শর্তগুলি অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। নয়তো আবেদন করলে আপনাদের আবেদন খারিজ করে দিতে পারে-
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে
- পারিবারিক বাৎসরিক আয় অবশ্যই কিন্তু আড়াই ২.৫ লক্ষ টাকা কম হতে হবে
- যে সমস্ত আবেদনকারীরা নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ অথবা অন্যান্য সরকারি যেকোনো স্কলারশিপ এর আবেদন করেছেন এবং সুবিধা উপভোগ করছেন তারা এই কলারশিপের জন্য আবেদন করতে পারবেনা
এইবার ছাত্র-ছাত্রীদের জন্য অবশ্যই জেনে রাখা দরকার যে এখানে যে সমস্ত কোর্সে আবেদনের কথা বলা হয়েছে এখানে আবেদন করলে আপনারা কত টাকা করে পাবেন এই প্রশ্নটা অনেকেরই মাথায় আসে-
শিক্ষাস্তর / কোর্স | প্রতিমাসে প্রদত্ত অর্থ |
---|---|
উচ্চ মাধ্যমিক স্তর (HS) | ₹১০০০ |
স্নাতক স্তর | ₹১০০০ – ₹৫০০০ |
স্নাতকোত্তর স্তর (PG) | ₹২০০০ – ₹৫০০০ |
পলিটেকনিক | ₹১৫০০ |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
২০২৫ সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টগুলি সাথে করে নিয়ে যেতে হবে যার ওপর ভিত্তি করেই আপনাকে কিন্তু যোগ্য আবেদনকারী হিসেবে চিহ্নিত করবে সেগুলি নিচে বর্ণিত হইল-
- জন্মের প্রমাণপত্র ( বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড )
- শেষ পরীক্ষার মার্কশীট
- পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র বা ইনকাম সার্টিফিকেট
- আবেদনকারীর আধার কার্ড বা ভোটার কার্ড
- ব্যাংকের পাসবুকে জেরক্স কপি
- নতুন কোর্সে ভর্তি রশিদ
উপরোক্ত এই সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে পিডিএফ ফরমেটে আপলোড করতে হবে এবং ডকুমেন্টসগুলি সাইজ যেন 1mb বেশি না হয় নয়তো আপলোড করার সময় সমস্যা হবে। প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন পড়ে থাকে তাই তাদের আবেদন করার পর কোন অসুবিধা না হয় সেই জন্য বিকাশ ভবন একটি হেল্পলাইন নাম্বার জারি করেছে। যেই নাম্বারে আবেদন সংক্রান্ত ও যাবতীয় সাহায্যের জন্য এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ১৮০০১০২৮০১৪