ভারতবর্ষ ডিজিটাল হওয়ার সাথে সাথে তার রাজ্যগুলো সাথে সাথে ডিজিটাল পরিষেবা স্বাগত জানাচ্ছে। এই ধারাবাহিকতায় ভারতের প্রতিটি রাজ্য সরকার জন্ম সার্টিফিকেট তৈরির প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে আবেদন করার পদ্ধতি চালু করেছেন। এর ফলে সাধারণ জনগণের আর ভিডিও অফিসের দুয়ারে দুয়ারে ছুটতে হবে না এখন বাড়িতে বসেই মোবাইল বা ল্যাপটপের সাহায্যে জন্ম সনদপত্র আবেদন করতে পারবেন।
জন্ম সনদ কি ? কেন জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হয় ?
জন্ম সনদপত্র অর্থাৎ (Birth Certificate) এটি সাধারণত সরকারি স্বীকৃত একটি সার্টিফিকেট যার মাধ্যমে ব্যক্তির জন্মের পরিচয় ও জন্মের সাথে যুক্ত অর্থাৎ ব্যক্তির পিতার নাম এড্রেস জন্মতারিখ মায়ের নাম লিঙ্গ ইত্যাদি রেকর্ড পাওয়া যায়। আপনার কাছে জন্ম সার্টিফিকেট থাকলে আপনি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড পাসপোর্ট ব্যাংকিং এছাড়াও চাকরির ক্ষেত্রে বিশেষ কাজে ব্যবহার করা হয়।
কোন কোন কাজের ক্ষেত্রে জন্ম সনদপত্র অথবা বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হয় ?
ব্যবহারের কারণ | কোন কোন কাজে প্রয়োজন |
---|---|
শিক্ষা | স্কুল/কলেজে ভর্তি হওয়ার সময় |
পরিচয় প্রমাণ | পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড করতে |
চাকরি | সরকারি চাকরিতে আবেদন করার সময় |
বিবাহ নিবন্ধন | বিবাহের আইনি প্রমাণপত্রে |
লাইসেন্স | ড্রাইভিং লাইসেন্স করতে |
সামাজিক সুবিধা | সরকারি অনুদান বা স্কলারশিপ পাওয়ার জন্য |
অনলাইনে বার্থ সার্টিফিকেট তৈরি করার সম্পূর্ণ গাইড ধাপে ধাপে–
অনলাইনে জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট বানানোর জন্য আপনাদের কে প্রথমে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেখানে গিয়ে সম্পূর্ণ ডিটেইল দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে নিচে ডিটেইলের সঙ্গে দেয়া হলো-
- https://crsorgi.gov.in ভারতীয় জন্ম ও মৃত্যু সার্টিফিকেট এর পোর্টাল এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- আপনারা এখানে General Public Signup অপশনে ক্লিক করতে হবে
- আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইমেইল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
- এবার অ্যাকাউন্টটি লগইন হয়ে গেলেই আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন।
- লগইন হয়ে গেলে অ্যাপ্লাই বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে।
- আবেদনের ফরমটি ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে যাতে নাম তারিখ ও জন্মস্থান বাবার নাম ইত্যাদি সঠিক থাকে।
- পরে আপনার যে সমস্ত ডকুমেন্টস বা প্রমাণপত্র রয়েছে সেগুলো সঠিকভাবে স্ক্যান করে আপলোড করতে হবে।
জন্ম সার্টিফিকেট বা জন্ম সোমনাথ সার্টিফিকেটের অনলাইন আবেদন ফি
জন্মের ২১ দিনের মধ্যে আবেদন করলে আবেদন ফ্রি লাগবে না 21 দিনের পর ২০ থেকে ৫০ টাকার নির্ধারিত আবেদন ফ্রি পেমেন্ট আপনাকে জমা করাতে হবে। তারপর আবেদন পত্রটি জমা হয়ে গেলে আপনারা একটা অ্যাকনলেজমেন্ট বা রিসিভ কপি পেয়ে যাবেন ভবিষ্যতে এটা অনলাইনে সার্টিফিকেটটি ডাউনলোড এর কাজে লাগবে।
জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন?
আবেদনের ঠিক ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনারা নির্দিষ্ট পটালে গিয়ে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। নিচে ডাউনলোড পদ্ধতি উল্লেখ করা হলো-
ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন Download Birth Certificate একটি আবসেন্ট রয়েছে সেখানে ক্লিক করবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার নাম ও জন্ম তারিখ দিয়ে সার্চ করুন। তারপর সার্টিফিটি দেখা গেলে ডাউনলোড বাটনে ক্লিক করুন এবার আপনি পিডিএফ আকারে আপনার বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন