দিনের পর দিন ক্রমস্ত রানার গ্যাসের দাম বাড়ছে ভোটের আগে রান্নার গ্যাসের দাম কিছুটা কমলেও ভোটের পর অর্থাৎ জুন জুলাই মাস থেকে গ্যাসের দাম পুনরায় আগের মত হতে পারে । ভাই আপনাদের রান্নার গ্যাস নিয়ে দুশ্চিন্তার দায়িত্ব নিচ্ছে গেইল (Gail) বিশেষ জ্বালানি সংস্থা গ্যাসের অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড।
পশ্চিমবঙ্গেও কিন্তু গ্যাস সরাইবার জন্য ছয়টি জেলায় আপাতত ঘরে বসেই প্রাকৃতিক গ্যাসের পাইপ সরবরাহ করার কাজ শুরু করেছে এই সংস্থাটি। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড এই কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান রাজ্যের ক্রেটার কালকাট গ্যাস সারপ্লাই কর্পোরেশনের সাথে সব যৌথ এই পাইপলাইন প্রতি গ্যাস প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি পাঁচ বছর ধরে এক লক্ষ গ্যাস সংযোগের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে তারা।
পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস এলে কি কি সুবিধা হবে ?
কম খরচে গ্যাস পাওয়া যাবেঃ দৈনন্দিন জীবনে যে পরিমাণে গ্যাসের দাম বাড়ছে তাতে কার্যত মধ্যস্থভগিরা এতে উপকৃত হচ্ছেন। আর সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে শুধু রান্নার গ্যাসেই প্রতি মাসে প্রচুর টাকা খরচ হচ্ছে। আর প্রকৃতি গ্যাসের রান্নার খরচ নিয়ে চিন্তা করার দরকার পড়বে না। অথচ রীতিমতো অনেকটাই কমে যাবে খারচ।
পরিবেশ দূষণ কম হবেঃ বাড়িতে বাড়িতে এই ধরনের গ্যাস বসালে পরিবেশবান্ধব এই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন বসলে পরিবেশের জন্য অনেক বেশি উপকার হবে যেমন বায়ু দূষণ কমবে।
কোন কোন জেলায় এখন পাইপলাইন বসানোর কাজ হচ্ছে ?
এক সংবাদ সূত্রে জানা গিয়েছে যে কলকাতা সহ হাওড়া হুগলি এবং এই দুই চব্বিশ পরগনা তথা নদীয়া জেলায় ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে, আগামী ৬ জুলাই ৪০টি পৌরসভার এলাকায় এই প্রাকৃতিক গ্যাস পাইপ লাইন বসানো হবে এমনটাই খবর সূত্রে পাওয়া গিয়েছে। কয়েকটি ধাপের মাধ্যমে গ্যাস সরবরাহ প্রক্রিয়া চলবে এই গ্যাসের মূল্য যোগান আসবে গেলের দুর্গাপুর প্ল্যানট থেকে ।
১) প্রথম ধাপে মগরার রাজা রামবাটি এবং হুগলি নদীয়ার গয়েশপুর দুটি গ্যাস সরবরাহ কেন্দ্র তৈরি করা হয়েছে। এই সমস্ত জায়গায় প্রথমে গ্যাস সরবরাহ কাজ শুরু হয়েছে গ্যাস পাইপের মাধ্যমে দিল্লি রোডের কাছে হুগলির সমস্ত পৌরসভায় প্রাকৃতিক গ্যাস পাঠানো হবে।
২) প্রাকৃতিক গ্যাস সরবরাহের কাজ প্রথম পাইপলাইন তৈরি করা হয়েছে গয়েশপুর থেকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর কলকাতা নিউ টাউন হয়ে বারাসাত সোনারপুরে পৌঁছে দেবে এই গ্যাস।
৩) ওই সমস্ত কেন্দ্র থেকে পাইপ লাইনের মাধ্যমে দিল্লি রোড হয়ে হাওড়া আর উলুবেরিয়া পৌরসভা এসেছে এই প্রকল্পের গ্যাস।
৪) ধীরে ধীরে চিন্তা করা হয়েছে এই গ্যাসের পাইপ লাইনের পৌঁছে দেওয়ার ব্যবস্থা আরো বিস্তারিত করার জন্য যেমন বিধাননগর পৌরসভা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগণায় ঢুকতে চলেছে এই গ্যাস পাইপলাইন সরবরাহ।